খাগড়াছড়িতে বিএনপি পারলেও আওয়ামীলীগ ব্যর্থ হলো একক প্রার্থী দিতে

Chairman Candidate

সিনিয়র স্টাফ রিপোর্টার :

পার্বত্য খাগড়াছড়ির ছয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেছে। এর আগে বিএনপি ও সরকারী দল আওয়ামী লীগ ছয় উপজেলায় তাদের একক প্রার্থী চুড়ান্ত করলেও মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে আওয়ামীলীগে বিদ্রোহের সুর স্পষ্ট হয়ে উঠেছে। জেলার মাটিরাঙ্গা, মানিকছড়ি, মহালছড়ি ও রামগড়ে আওয়ামীলীগের একাধিক প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে বলে জানা গেছে।

খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান শানে আলম ও বিএনপি সমর্থিত প্রার্থী কংচাইরী মাষ্টার স্ব-স্ব দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।

মহালছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নীলোৎপল খীসা ও বিএনপি সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ দানু মিয়া দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। আওয়ামীলীগের বিদ্রোহী মাইসছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গিয়াসুদ্দিন, জেলার মানিকছড়িতে আওয়ামীলীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান এম এ জব্বার ও বিএনপি সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এনামুল হক এনাম মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। এখানে আওয়ামীলীগের বিদ্রোহী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন  উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ম্রাগ্য মারমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: জয়নাল আবেদীন। মানিকছড়িতে বিএনপির এস এম রবিউল ফারুকও মনোনয়ন পত্র দাখিল করেছেন।

পানছড়িতে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে সদ্য আওয়ামীলীগে যোগদানকারী সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা ও বিএনপি সমর্থিত প্রার্থী সাবেক জেলা পরিষদ সদস্য অনিমেষ চাকমা রিংকু দলীয় নেতাকর্মীদের নিয়ে সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।
 
রামগড়ে দলীয় সমর্থন নিয়ে আওয়ামীলীগের উপদেষ্টা ও সাবেক এমপি একেএম আলীম উল্যাহ মনোনয়ন পত্র দাখিল করেছেন। একই দলের বিজ্ঘান ও প্রযুক্তি সম্পাদক রামগড় পৌরসভার মেয়র কাজী শাহজাহান রিপনের বড় ভাই  কাজী রফিকুল ইসলাম মিন্টু মনোনয়ন পত্র দাখিল করেছেন। অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শহীদুল ইসলাম ভুইয়া রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মাটিরাঙ্গায় আওয়ামীলীগ সমর্থিত বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: শামছুল হক‘র পাশপাশি বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও তাইন্দং ইউনিয়নের চেয়ারম্যান মো: তাজুল ইসলাম। জেলা বিএনপির সাধারন সম্পাদক ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরী সহ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: তাজুল ইসলাম তাজু।

এছাড়াও মাটিরাঙ্গা উপজেলায় জামায়াতের আলকাছ আল মামুন, জামায়াতের মো: এয়াকুব আলী চৌধুরী, তবলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো: আবুল কাশেম ভুইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান নাছির আহাম্মদ চৌধরী, পানছড়ি উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান ইউপিডিএফের সর্বোত্তম চাকমা, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মিন্টু বিকাশ চাকমা, মো: জহুর আলী ও সাবেক শিক্ষক যুগান্তর চাকমা, প্রভাষক জিমি চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলায় গফুর আহাম্মদ তালুকদার, ভারত প্রত্যাগত শরনার্থী নেতা প্রদীপ বরণ চাকমা, ইউপিডিএফের দীপায়ন চাকমা ও চঞ্চু মনি চাকমা, রামগড় উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান ও নাগরিক পরিষদের সভাপতি মো: বেলায়েত হোসেন ভুইয়া, জাতীয় পার্টির মজিবুর রহমান, বিএনপি (সমীরণ) রিয়াজ উদ্দিন রিপন, সাবেক ইউপি চেয়ারম্যান সাইথোয়াই চৌধুরী, উশেপ্রু মারমা, মহালছড়ি উপজেলায় বর্তমান চেয়ারম্যান ইউপিডিএফের সোনারতন চাকমা, জেএসএস‘র বিমল কান্তি চাকমা ও ক্যজাই মারমা মনোনয়ন পত্র দাখিল করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন