parbattanews

খাগড়াছড়িতে বিজিবি’র অভিযানে দেড় লাখ টাকার সেগুন কাঠ আটক

Khagrachari Picture(03) 11-02-2017 copy

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি ৩২ বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) জওয়ানরা অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকা মূল্যের অবৈধ সেগুন কাঠ উদ্ধার করেছে।

শনিবার সকাল ১০ টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের কুমিল্লা টিলায় আনসার ক্যাম্পের পাশ থেকে এ কাঠ আটক করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

বিজিবি’র  নায়েক সুবাদার মো. আবু তাহের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১০টার দিকে খাগড়াছড়ি ৩২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়কের  নির্দেশে তার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় জেলা সদরের কুমিল্লা টিলা আমবাগান ৭নং আনসার ক্যাম্পের পাশে স্তুপ করে রাখা অবস্থায় এ ১৫০ পিস অবৈধ সেগুন কাঠ আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা।

খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা বাবুরাম চাকমা জানান, এ বিষয়ে বিজিবি’র সাথে যোগাযোগ হয়েছে। রবিবার সকালে  কাঠগুলো হস্তান্তর করা হলে বন বিভাগ মামলা করবে।

Exit mobile version