parbattanews

খাগড়াছড়িতে বিজিবির আন্ত:ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

বর্ডার গার্ড ব্যাটালিয়ন দক্ষিণ-পূর্ব রিজিয়ন চট্টগ্রামের উদ্যোগে ও খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবির ব্যবস্থাপনায় আন্ত:ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৪০ বিজিবি পলাশপুর জোন ২৭ পয়েন্ট পেয়ে বিজয়ী হয় এবং ৩ বিজিবি পানছড়ি ব্যাটালিয়ন ২৪ পয়েন্ট পেয়ে রানার আপ হয়।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

এসময় ৩ বিজিবির জোন অধিনায়ক লে. কর্নেল একেএম আরিফুল ইসলাম, ৪০ বিজিবির ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর শাহ মোহাম্মদ আজাদ আলী, মেডিক্যাল অফিসার মেজর মো. সাবেরিজ্জামান, বাংলাদেশ কাবাডি ফেডারেশন হতে আগত রেফারী মো. মজিবুর রহমান ও শহিদুল ইসলাম বাবুসহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

খেলায় ৩ বিজিবির সিপাহী মো. মুনতাজ মিয়া শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় এবং ৪০ বিজিবির নায়েক সাইফুজ্জামান শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় নির্বাচিত হয়।

পলাশপুর জোন সদরে অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতায় মোট ১৩টি ব্যাটালিয়ন অংশগ্রহণ করে।

নিউজটি ভিডিওতে দেখুন:

খাগড়াছড়িতে বিজিবি’র আন্তঃব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পলাশপুর জোন

Exit mobile version