parbattanews

খাগড়াছড়িতে বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ দুই ইউপিডিএফ চাঁদাবাজ আটক

মমমমমমমমমম

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়িতে একটি বিদেশী পিস্তল, দুইটি পিস্তলের ম্যাগজিন, তিন রাউন্ড তাজা গুলিসহ দুই ইউপিডিএফ চাঁদাবাজকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। রবিবার বিকাল ৫ টায় খাগড়াছড়ি গেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সূত্র জানিয়েছে, ইউপিডিএফ’র দুই চাঁদাবাজ স্বনির্ভর বাজার থেকে পোস্টিং নিয়ে রামগড় যাচ্ছে  এমন গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা জিরোমাইল এলাকায় অবস্থান নেয়। সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর অবস্থান টের পেয়ে মটরসাইকেলে চড়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর তাদের ধাওয়া করে গাগড়াছড়ি গেইট এলাকায় তাদের আটক করতে সক্ষম হয়।

এ সময় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়লেও তা কারো গায়ে লাগেনি। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, দুইটি পিস্তলের ম্যাগজিন, তিন রাউন্ড তাজা গুলি, একটি গুলির খোসা, একটি মটর সাইকেল আটক করে।

আটক সন্ত্রাসীরা হলো: জেলার দুদকছড়া এলাকার ধনন্তর চাকমার ছেলে বিপ্লব চাকমা(২৭) এবং রাঙাপানিছড়া এলাকার বেঙ্গা চাকমার পুত্র পবিত্র চাকমা(৩৮)।

নিরাপত্তাবাহিনীর কাছে তারা নিজেদের ইউপিডিএফ সদস্য বলে দাবী করেছে। দলীয় সিদ্ধান্তে চাঁদা আদায়ের উদ্দেশ্যে রামগড় যাচ্ছিল বলে স্বীকার করেছে বলে জানা গেছে।

 তবে ইউপিডিএফ কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের প্রধান নিরণ চাকমা কর্মী আটকের অভিযোগ অস্বীকার করে পার্বত্যনিউজকে জানান, আমাদের কোনো কর্মী আটক হয়নি।

Exit mobile version