parbattanews

খাগড়াছড়িতে বিপুল পরিমাণ নকল লাচ্ছা সেমাই জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

18946915_725490090986925_915480143_o

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে বিপুল পরিমাণ ভেজাল লাচ্ছা সেমাই জব্দের পর আগুনে পুড়ে ফেলা হয়েছে।
শনিবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার এলিশ শরমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরের হোটেল জিড়ানের একটি গুদামে অভিযান চালিয়ে নকল ৬শ ৪০ কেজি নিউ বনফুল লাচ্ছা সেমাই ও ২৭ কেজি শাপলা লাচ্ছা সেমাই জব্দ করে।

পরে এ জব্দকৃত সেমাই আগুনে পুড়ে ফেলেন। একই সাথে ভেজাল সেমাই রাখার অভিযোগে ব্যবসায়ী জসিম উদ্দীনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, এসআই সাইফুল ইসলাম ও এসআই আব্দুল্লাহ আল মাসুদ।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মাদ আব্দুল হানান জানান, জব্দ হওয়া সেমাইগুলো বিএসটিআই’র অনুমোদন নেই।  ব্যবসায়ী জসিম উদ্দিন নকল সেমাইয়ের সরবরাহকারী। ঈদ উপলক্ষে এ সব ভেজাল সেমাইগুলো মজুদ করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে।

ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, তিনি না জেনে এ সেমাই এনেছেন।

Exit mobile version