parbattanews

খাগড়াছড়িতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা

খাগড়াছড়ি প্রতিনিধি:

“অভিবাসনের ভবিষ্যৎ বদলে দাও, খাদ্য-নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে বিনিয়োগ বাড়াও” প্রতিপাদ্যে সারাবিশ্বের মতো পার্বত্য জনপদ খাগড়াছড়িতেও পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস।

সোমবার (১৬ অক্টোবর) খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অধিদপ্তরের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তরুণ ভট্টাচার্য্যরে সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদের কৃষি কমিটির আহ্বায়ক এডভোকেট আশুতোষ চাকমা ও জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আসরিন।

বক্তারা বলেন, সম্প্রতি সময়ের রোহিঙ্গা সঙ্কটের মতো বিশ্বব্যাপী অভিবাসন সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। যার প্রেক্ষাপটে খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে। সঙ্কট মোকাবেলায় বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আধুনিক কৃষি প্রযুক্তি, দ্রুত ফলনশীল বীজ ব্যবহার করে খাদ্য ঘাটতি পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে বলে জানান বক্তারা।

Exit mobile version