parbattanews

খাগড়াছড়িতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

pic 1 (3) copy

খাগড়াছড়ি প্রতিনিধি:

‘সদামাটা মোড়ক- তামাক নিয়ন্ত্রনে আগামী দিন’ এ প্রতিপাদ্য বিষয়ে খাগড়াছড়িতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে সিভিল সার্জন অফিস (স্বাস্থ্য বিভাগ)’র আয়োজনে ও ইপসা’র সহযোগিতায় জেলা শহরে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিটন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউসার হোসেন (রাজস্ব)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজুল রহমান, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা ডা. মেমং মারমা। এছাড়াও বক্তব্য রাখেন, খাগড়াছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি চাইথোয়াই মারমা, ইপসা’র এলাকার এরিয়া ম্যানেজার এসএম জিয়াউল হক প্রমূখ।

Exit mobile version