parbattanews

খাগড়াছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালিত 

unnamed copy

খাগড়াছড়ি প্রতিনিধি:

বিশ্ব পরিবেশ দিবস ২০১৭ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে খাগড়াছড়ি বন বিভাগ ও জেলা প্রশাসন।

“আমি প্রকৃতির, প্রকৃতি আমার ” এ শ্লোগানে সোমবার বেলা ১০টার দিকে জেলা প্রশাসনের কার্যালয় থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় খাগড়াছড়ি বন বিভাগের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় পরিবেশবাদী সংগঠন, বিভিন্ন এনজিও সংস্থা অংশগ্রহণ করেন।

পরে জেলা প্রশাসন কার্যালয়ের হল রুমে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা করা হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম কাউছার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম।

এসময় বক্তারা বর্তমান সরকারের পরিবেশ উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সকলের প্রতি অনুরোধ জানান।

এসময় আরও বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মো.মমিনুর রশিদ, চেম্বার অব কমার্স পরিচালক বাবু সুদর্শন দত্ত, প্রেসক্লাব সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিতেন বড়ুয়া।

আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস ২০১৭ উপলক্ষ্যে আয়োজিত শিশু কিশোরদের পরিবেশের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের  পুরস্কার প্রদান করা হয়।

Exit mobile version