parbattanews

খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবস পালিত

নানা আয়োজনে খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়।

জেলা পরষিদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু করে সড়ক প্রদক্ষিণ করে এসে বিভিন্ন ডিসপ্লে প্রদর্শনী শেষে হলরুমে আলোচনা সভা করেন।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংস্প্রুু চৌধুরী অপু বলেন, পার্বত্য এলাকায় পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। পাহাড়ে নতুন নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংসংস্থান হবে। এজন্য অবকাঠামো উন্নয়নের জন্য উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান তিনি।

এ সময় জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া, সদর উপজেলা চেয়ারম্যান মো. শাহে আলম ও খাগড়াছড়ি হোটেল মালিক সমিতির সাধারন এ অনন্ত বিকাশ ত্রিপুরাসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

নিউজটি ভিডিওতে দেখুন:

খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবস পালিত

Exit mobile version