parbattanews

খাগড়াছড়িতে বিশ্ব বই দিবস পালিত

unnamed (1) copy

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট’এর আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আয়োজনে আলোচনা সভা, ও পুরষ্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার নয়টি  উপজেলায় বিশ্ব বই দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা সদরের ভাইবোনছড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আালোচনা সভা অনুষ্ঠিত হয়। মিলোনিয়াম ভাইবোনছড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বাবু তাতুমনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, ৫নং ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান বাবু পরিমল ত্রিপুরা।

বিশেষ অতিথি  ছিলেন, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম অফিসার মো. শরফুল ইসলাম, ভাইবোনছড়া কলেজের সভাপতি মংশি মারমা, মিলোনিয়াম ভাইবোনছড়া উচ্চ বিদ্যালয়ে সভাপতি কান্তি লাল দেওয়ান, পিটিএ সভাপতি মংশালা মারমা ও এমসি সদস্য বেলাল হোসেন।

Exit mobile version