parbattanews

খাগড়াছড়িতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

খাগড়াছড়ি জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে সপ্তাহব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিপাদ্যের বিষয় ছিল “গড়বে শিশু সোনার দেশ ছড়িয়ে দিয়ে আলোর রেশ”।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী,জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা,সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ভলান্টিয়ার (ছেলে) খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, জেলা ভলান্টিয়ার (মেয়ে) রামু ত্রিপুরা, জেলা এনসিটিএফ’র সভাপতি শচীন দাস, সহ-সভাপতি মিডিয়া ত্রিপুরা, সাধারণ সম্পাদক জান্নাতুল মাওয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ প্রতীম দে, জেলা চাইল্ড পার্লামেন্ট সদস্য(মেয়ে) সহিলিকা ত্রিপুরা, শিশু গবেষক (ছেলে) আতিক উল্লাহ ফয়সালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Exit mobile version