parbattanews

খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রায় হাজারো মানুষ

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়িতে সার্বজনীন মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ মে) সকালে জেলা সদরের পানখাইয়াপাড়া বটতলা থেকে শোভাযাত্রা বের হয়ে শহর ঘুরে দশবল বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়।

এতে হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ, আবাল-বৃদ্ধ-বনিতা অংশ নেন।

এর আগে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

এসময় আরো বক্তব্য সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. নাইমুল হক, উদযাপন কমিটির আহবায়ক সন্তোষিত চাকমা বকুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া।

এদিনে ত্রি-স্মৃতি বিজড়িত মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভ করেন।

Exit mobile version