Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

খাগড়াছড়িতে বৃষ্টি ভেজা ঈদ প্রস্তুতি

21.09.2015_Eid Preparetion News.oc

সিনিয়র স্টাফ রিপোর্টার :
একেবারেই দুয়ারে দাঁড়িয়ে মুসলিম উম্মাহ‘র দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদ-উল-আজহা। ঈদের কেন-কাটা, কোরবানীর পশুর হাটে পছন্দের গরুটি কিনতে যাওয়া থেকে শুরু করে প্রিয়জনদের সাথে নিয়ে ঈদ উদযাপনে শেষ মুহুর্তের প্রস্তুতিতে এবার বাগড়া বসিয়েছে বৃষ্টি। যেন আরো একটি বৃষ্টি ভেজা ঈদের আগমনী বার্তা। গেল ঈদ-উল-ফিতরের পরে ঈদ-উল-আজহায়ও নতুন মাত্রা যোগ করেছে কালো মেঘ আর বৃষ্টি। তবুও থেমে নেই মানুষের ঈদ প্রস্তুতি।

গেল শনিবার গুড়িগুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে আত্মীয়-স্বজনকে নিয়ে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে খাগড়াছড়ির বিভিন্ন কোরবানির পশুর হাটে। কাদা আর পানিতে একাকার কোরবানির পশুর হাট তবুও যেন আনন্দের কমতি ছিলনা। সকলের লক্ষ্য ছিল পছন্দের পশুটি কিনে বাড়ি ফেরা।

অন্যদিকে যানবাহন সমস্যা আর বৃষ্টিকে মাথায় নিয়ে আত্মীয়-স্বজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই এবার খাগড়াছড়ি ছাড়ছেন। রোববার খাগড়াছড়ি বাস টার্মিনালসহ বিভিন্ন বাস স্ট্যান্ডে এসব ঘরমুখো মানুষের যেন ভোগান্তির শেষ ছিলনা। প্রচন্ড বৃষ্টি আর পরিবহন সমস্যাকে মোকাবেলা করেই নাড়ির টানে ঘরে ফিরছে সরকারী চাকুরীজীবিরা। যারা আগাম টিকিট গ্রহণ করেননি তাদেরই ভোগান্তিতে পড়তে হয়েছে বলে জানা গেছে।

এদিকে ঈদের মাত্র তিনদিন বাকী থাকলেও বৃষ্টি থামার কোন সম্ভাবনা দেখা যাচ্ছেনা। সেদিন ঈদের জামাত থেকে শুরু করে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনে পশু জবাই সবকিছুতেই বাঁধা হয়ে থাকবে বৃষ্টি। ফলে গেল ঈদ-উল-ফিতরের মতোই গৃহবন্দি অবস্থায় ঈদ-উল-আজহা উদযাপন করতে হবে পাহাড়ী এ জনপদের উৎসবে মুখিয়ে থাকা মানুষগুলোকে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন