parbattanews

খাগড়াছড়িতে বেইলি সেতু ধ্বসে ৮ শ্রমিক আহত, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

img_20160923_205253

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়িতে সংস্কারাধীন একটি বেইলি সেতু ধ্বসে আটজন শ্রমিক আহত হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের খাগড়াপুর বেইলী সেতু ধ্বসে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুটি ধ্বসে পড়লে সেতুর নিচে চাপা পড়ে আটজন শ্রমিক আহত হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায়  মোশারফ হোসেন (৬৫), মাহাবুব আলম (৩০) ও তাজুল ইসলাম (৪৫) -কে তাৎক্ষনিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এছাড়া আব্দুল খালেক (৫৫) এবং আবুল হাশেম (৬০) -কে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা এবং বাকী তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

দুর্ঘটনায় আহত শ্রমিক আবুল হাশেম জানান, ‘ঠিকাদার সেলিম সাহেবের অধীনে সেতুটিতে কাজ করছিলাম। কাজ করা অবস্থায় বিকেলে হঠাৎ করে সেতুটি ধ্বসে পড়ে।’

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মুহাম্মদ আব্দুল হান্নান জানান, এ ঘটনায় আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

Exit mobile version