খাগড়াছড়িতে ব্যাপক পুলিশী নিরাপত্তায় হরতালের ৩য় দিন শুরু ॥ নাশকতা এড়াতে প্রশাসন প্রস্তুত

Hortal 3rd day

মো: আবুল কাশেম, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়িতে ব্যাপক পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে ১৮ দলীয় জোটের ডাকা হরতালের ৩য় দিন শুরু হয়েছে। ঘন কুয়াশা উপেক্ষা করে সকালে জেলা বিএনপি’র সহ-সভাপতি আমিন শরীফের নেতৃত্বে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

হরতালের শেষ দিনে নাশকতা এড়াতে জেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক পুলিশী নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোন নাশকতা এড়াতে প্রশাসন প্রস্তুত রয়েছে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান। হরতালে খাগড়াছড়ি বাজারের সবকটি দোকান বন্ধ রয়েছে। কোন প্রকার ভারযানবাহন চলাচল করতে দেখা যায়নি।

বড় ধরনের  অপ্রীতিকর ঘটনা  না ঘটলেও জেলা সদরের ইসলামপুর সড়কে একটি রিকশা ভাংচুরের খবর পাওয়া গেছে। উল্লেখ্য, ১৮ দলীয় জোটের ডাকে ৬০ ঘন্টা হরতাল চলাকালে জেলার ৮টি উপজেলায় ধাওয়া-পাল্টা ধাওয়া, অফিস ভাংচুর, পিকেটার গ্রেফতারের ঘটনা ঘটলেও খাগড়াছড়ি জেলা সদরে এ ধরনের কোন ঘটনা ঘটেনি। স্বত:স্ফূর্তভাবে হরতাল পালিত হচ্ছে বলে জেলা বিএনপি’র সিনি: সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা ও জেলা বিএনপি’র সিনিয়র নেতাকর্মীরা দাবী করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন