parbattanews

খাগড়াছড়িতে ভারতীয় ৬টি গরুসহ আটক ৩

খাগড়াছড়িতে চোরাইপথে আসা ভারতীয় ৬টি গরুসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ জুন) রাতে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয়েছে গরুবাহী একটি ট্রাকও।

আটককৃতরা হলেন, মো. রিপন (৪০), রুবেল ও মো. নাছির (২৩)। মামলার অপর আসামি ইয়াছিন পলাতক রয়েছে। এ ঘটনায় শনিবার সকালে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, রাতে ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্রাকে করে ভারতীয় জাতের ৬টি গরু খাগড়াছড়ির দিকে আসার পথে সন্দেহ হলে থামানোর চেষ্টা করে পুলিশ। পরে ট্রাক থামিয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে পুলিশ দৌড়ে তাদের ধরে এবং গরুবাহী ট্রাক জব্দ করে জিজ্ঞাসাবাদ করে। কোন ধরণের বৈধ কাগজপত্র না থাকায় সবকিছু পুলিশ হেফাজতে নিয়ে সদর সদর থানায় পাঠানো হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে পানছড়ির লোগাং সীমান্ত দিয়ে গরুগুলো আনা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আটক আসামীদের শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটক ৬ টি গরুর বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি ভিডিওতে দেখুন:

খাগড়াছড়িতে চো-রাইপথে আসা ভারতীয় ৬টি গরুসহ আ-টক ৩

Exit mobile version