parbattanews

খাগড়াছড়িতে মন্দিরে চুরির ঘটনায় আটক ৩

233

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার গুমতিবাজার এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে এঘটনা ঘটে বলে নিশ্চিত করেন মাটিরাঙা থানার উপ-পরিদর্শক জিল্লুর রহমান। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো- গুমতি ইউনিয়নের হাসেম সেক্রেটারি পাড়ার বাসিন্দা আব্দুল বারেকের ছেলে মিজানুর রহমান (৩০), একই ইউপির বিকেপাড়ার ফজর আলির ছেলে ইব্রাহিম (২৭) ও রত্নাটিলা এলাকার সুলতান মিয়ার ছেলে ফারুক (২০)।

উপ-পরিদর্শক জিল্লুর রহমান জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে আটককৃতরা গুমতি বাজার কালি মন্দিরে অনাধিকার প্রবেশ করে মন্দিরের মালামাল তছনছ ও কিছু মালামাল চুরি করে। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ২টি পিতলের প্লেট, তাম্রযুগের একটি বাটি, একটি পিতলের ঘন্টা, একটি ঘটি, তাম্র তৈরি একটি খাসাখোসি ও ৩টি শালাগ্রাম। চুরির হওয়া সব মালামাল উদ্ধার হয়েছে।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটু জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মন্দিরের পুরোহিত রাম কৃষ্ণ চক্রবর্তী বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

Exit mobile version