parbattanews

খাগড়াছড়িতে মহান বিজয় দিবস উদযাপন

আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি শহরের মাইনী ভেলীস্থ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ।

প্রথমে মুক্তিযোদ্ধা কমান্ড এর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

এর পরপরই ভারত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পুলিশ সুপার মো. নাইমুল হক, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মী, খাগড়াছড়ি প্রেসক্লাব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

Exit mobile version