parbattanews

খাগড়াছড়িতে মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন

খাগড়াছড়িতে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

রোববার প্রথম পহরে ১২টা ১ মিনিটে খাগড়াছড়ি শহরের কালেক্টরেট এরিয়ার শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এর পরপরই পুষ্পস্তবক অর্পন করেন, তিন পার্বত্য জেলার নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলার পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন, আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Exit mobile version