parbattanews

খাগড়াছড়িতে মহাসমাবেশ সফল করতে সংবাদ সম্মেলন 

unnamed copy

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে বাঙ্গালি ছাত্রপরিষদের ২১ মে অনুষ্ঠিতব্য মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটি।

শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় অরুনিমা কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় পার্বত্য নাগরিক পরিষদ, বাঙ্গালি ছাত্রপরিষদসহ জেলা ও উপজেলার অধিকাংশ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ। লিখিত বক্তব্যে পার্বত্য চট্টগ্রামে উপজাতী সন্ত্রাসী কর্তৃক অব্যাহত ভাবে চলা চাঁদাবাজি, খুন, গুম, ধর্ষণ, অপহরণ বন্ধের দাবি করে সাম্প্রতিক সময়ে মহালছড়ি উপজেলার মোটরসাইকেল চালক সাদেকুল হত্যার বিচার ও বাংলাদেশ নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্রের নিন্দা প্রকাশ করা হয়। এসময় উল্লেখিত বিষয় সমুহের প্রতিবাদে রবিবার খাগড়াছড়ির শাপলা চত্বরের মহাসমাবেশ সফল করতে সকলের প্রতি সহযোগিতা কামনা করেন।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,  কেন্দ্রীয় নাগরিক পরিষদের  চেয়ারম্যান  ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন, কেন্দ্রীয় নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী চৌধুরী, নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলার আহ্বায়ক বেগম নুরজাহান, কেন্দ্রীয় সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুল হামিদ রানা, সাধারণ সম্পাদক রাঙ্গামাটি মো. জাহাঙ্গীর আলম, মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম মনির।

Exit mobile version