খাগড়াছড়িতে মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

fec-image

খাগড়াছড়ি জেলার প্রাথমিক বিদ্যালয়ের মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা অগ্রগতি ও করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জুন) সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র- নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এর হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

কর্মশালায় মাতৃভাষাভিত্তিক বহুভাষিক নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড চাকমা ভাষার প্যানেল কমিটির সদস্য আর্যমিত্র চাকমা।

এ সময় অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষায় মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষার অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়।

সংস্কৃতি ও প্রাথমিক শিক্ষা বিভাগের আহ্বায়ক নীলোৎপল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনস্টিটিউট এর উপ-পরিচালক জীতেন চাকমাসহ নয় উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কর্মশালা, খাগড়াছড়ি, বহুভাষিক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন