খাগড়াছড়িতে যক্ষ্মা রোগ বিষয়ে এডভোকেসী সভা

fec-image

বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) আয়োজনে খাগড়াছড়িতে রবিবার (১৭ নভেম্বর) সকালে প্রেসক্লাব হলরুমে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

এডভোকেসী সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন ডা: মিটন চাকমা, ডা: বিবুল কান্তি ত্রিপুরা, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, সহ-সভাপতি মো: জহোরুল আলম। এ সময় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, মানুষের শরীরে দুইটি অংশে চোখ ও নাক ছাড়া শরীরের যে কোনো অংশে যক্ষ্মা রোগ হয়, যক্ষ্মা হলে দ্রুত চিকিৎসা নিতে এবং যক্ষা রোগীকে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে। যক্ষ্মা রোগীকে পরিমিত, নিয়মিত, ক্রমাগত ও নির্দিষ্ট সময় পর্যন্ত ঔষধ খেতে হবে। কয়েক মাস ঔষুধ খেয়ে অসমাপ্ত রাখলে ফলে পরবর্তিতে যক্ষ্মা রোগ হলে রোগীর ঔষুধ খেয়ে কার্যকরি হবে না বলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জাতীয় যক্ষা নিরোধ সমিতি, প্রেসক্লাব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন