parbattanews

খাগড়াছড়িতে যখন যেখানে ঈদের জামাত

Khagrachari EID News Pic

সিনিয়র স্টাফ রিপোর্টার :

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় একমাসের সিয়াম-সাধনার পর মঙ্গলবার সারা দেশের ন্যায় পাহাড়ী জনপদ খাগড়াছড়িতেও স্বাড়ম্বরে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতরের জামাতের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায়। বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদে মঙ্গলবার ঈদের দুই রাকা’ত ওয়াজিব নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত সকাল সাড়ে আটটায়। খাগড়াছড়ি পৌরসভার ব্যাবস্থাপনায় ঈদ জামায়াতের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। সকাল সাড়ে ন‘টায় দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে ঈদগাহ মাঠে। এছাড়াও সকাল সাড়ে আটটার সময় পুলিশ লাইনস মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে।

জেলার মাটিরাঙ্গা উপজেলায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে মাটিরাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। মাটিরাঙ্গা পৌরসভার ব্যাবস্থাপনায় সকাল সাড়ে আটটায় একমাত্র জামাতটি অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন। এছাড়াও পৌরসভার নয়টি ওয়ার্ডের ১১টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ঈদের একাধিক জামাত অনুষ্ঠিত হবে।

জেলার পানছড়ি উপজেলায় ১৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে পানছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।

জেলার দীঘিনালায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় দীঘিনালা কেন্দ্রীয় জামে মসজিদে। সকাল সাড়ে ৮টায় একই মসজিদে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এছাড়া দীঘিনালার বিভিন্ন মসজিদে সকাল সাড়ে ৭টা, ৮টা, সাড়ে ৮টা ও ৯টার সময় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

রামগড়ে উপজেলায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে রামগড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। রামগড় পৌরসভার ব্যাবস্থাপনায় সকাল সাড়ে আটটায় প্রধান জামাতটি অনুষ্ঠিত হবে। এছাড়াও উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ঈদের একাধিক জামাত অনুষ্ঠিত হবে।

মহালছড়ি উপজেলায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদে। এছাড়াও মহালছড়ির বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জেলার মানিকছড়ি উপজেলায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় মানিকছড়ি কেন্দ্রীয় জামে মসজিদে। এছাড়াও মানিকছড়ি উপজেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

লক্ষীছড়ি উপজেলায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় লক্ষীছড়ি কেন্দ্রীয় জামে মসজিদে। এছাড়াও লক্ষীছড়ি উপজেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

Exit mobile version