parbattanews

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হাসেম, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালহউদ্দিন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নূরনবী চৌধুরীসহ বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা স্বাধীনতা সংগ্রামে মুজিব নগর সরকারের গুরুত্ব তুলে ধরেন। মহান স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস সংরক্ষণ করে আগামী প্রযন্মের নিকট পৌঁছে দেয়ার আহ্বান জানান। এছাড়াও জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক এ দিবসটি পালন করেছে।

Exit mobile version