parbattanews

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস

খাগড়াছড়ি

নিজস্ব প্রতিনিধি :

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ভোর ৬টা ২৫মিনিটে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিবসটির আনুষ্ঠানিকতা। জেলা সদরের চেঙ্গী স্কোয়ারস্থ স্মৃতিসৌধে শহীদের স্মরণে মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে প্রথম পুষ্পামাল্য অর্পণ করেন স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এরপর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতি সৌধ প্রাঙ্গণ। বেলা বাড়ার সাথে সাথে ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতি সৌধ। দিবসটি উপলক্ষে জেলা আওয়ামীলীগ, বিএনপিসহ অন্যান্য সংগঠন পৃথক পৃথক ভাবে নানা কর্মসূচী পালন করেছে। জেলা প্রশাসনের উদ্যোগে খাগড়াছড়ি স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ, আনসার সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

Exit mobile version