খাগড়াছড়িতে রেজিস্ট্রেশন বিহীন পরিবহনের বিরুদ্ধে অভিযান

fec-image

খাগড়াছড়িতে সড়কে বেপরোয়া গতি রোধ ও রেজিস্ট্রেশন বিহীন পরিবহনের বিরুদ্ধে অভিযান চলছে। খাগড়াছড়ি ট্রাফিক বিভাগ জেলা শহরে প্রবেশের বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসিয়ে এ অভিযান চালাচ্ছে।

ট্রাফিক বিভাগ বলছে, চলমান লকডাউন পরিস্থিতিতেও অনেকে বিনা প্রয়োজনে ঘোরা ফেরা করছেন। ঈদের ছুটিতে সড়ক ফাঁকা হয়ে যাওয়ায় বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাও ঘটছে। তাই সড়কে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান চালানো হচ্ছে।

ট্রাফিক সার্জেন্ট তরুণ দাশ বলেন, সড়ক পরিবহন আইনের আওতায় হেলমেট, রেজিস্ট্রেশন বিহীন পরিবহন ও অতিরিক্ত যাত্রী বহনের দায়ে অভিযান চলছে। এ ছাড়া সড়কে চলাচলকারীদের স্বাস্থ্য বিধি মানার বিষয়েও সচেতন করা হচ্ছে।

প্রসঙ্গত, ঈদের দিন ও পরের দিন খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন