parbattanews

খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন সম্পন্ন

IMG_4716

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি পার্বত্য জেলা ইউনিটের ২০১৪-২০১৬ মেয়াদী কার্য নির্বাহী কমিটির নির্বাচন টান টান উত্তেজনা ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আজ শুক্রবার সম্পন্ন হয়েছে। ভাইস চেয়ারম্যান হিসেবে আতাউর রহমান রানা, সেক্রেটারী উপজেলা চেয়ারম্যান শানে আলম নির্বাচিত হয়েছেন।

নির্বাচনকে ঘিরে খাগড়াছড়ি জেলায় দিনব্যাপী ছিল উৎসব মুখোর পরিবেশ। ভোটারদের প্রতি প্রার্থীদেরও ভোট প্রার্থনার কোন প্রকার ঘাটতির কমতি ছিল না। বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন যানবাহনের মাধ্যমে ভোটাররা সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ গ্রহণ করে।  খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে সকাল ৯টা হতে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচনকে ঘিরে কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সার্বক্ষণিক বিভিন্ন পদের প্রার্থীরা অফিসার্স ক্লাব সম্মুখে ভোটারদের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে।

সন্ধ্যা ৬টা ১২মিনিটে ভোট গণনা শেষ করা হয়। ৫৪৮ জন ভোটারের মধ্যে ৩৫৩ জন ভোটার ভোট প্রদান করেন। তন্মধ্যে সদস্য ভোটে ১৬টি ব্যালট বাতিল বলে গণ্য হয়। ভোট গণনা শেষে পদাধিকার বলে রেড ক্রিসেন্ট সভাপতি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা ফলাফল ঘোষণা করেন। ২০৩ ভোট পেয়ে সহ-সভাপতি পদে সাংবাদিক চৌধুরী আতাউর রহমান রানা, সেক্রেটারী পদে সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত ঘোষণা করেন। সদস্য পদে-সাংবাদিক আজিম-উল হক ২৪৭ ভোট,  মোঃ জসিম উদ্দিন-২৩১ ভোট, নির্মেলেন্দু চৌধুরী-১৮১ ভোট, ক্যজরী মার্মা-১৮০ ও মোঃ ইব্রাহিম খলিল ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচনে-ভাইস চেয়ারম্যান পদে নিকটতম প্রার্থী ছিলেন-অনিমেষ চাকমা (নন্দিত) সেক্রেটারী পদে-মোঃ শাহ আলম, সদস্য পদে-সাংবাদিক এইচ.এম প্রফুল্প, গোলাম মোহাম্মদ চৌধুরী, চন্দন কুমার দে, মোঃ ইব্রাহিম মামুন ভূইয়া, মোঃ রাশেদুজ্জামান অলি।

খাগড়াছড়ি সরকারী কলেজের ইতিহাস বিষয়ের প্রভাষক এম রাশেদুল হক প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। দীঘিনালা ডিগ্রী কলেজের প্রভাষক দুলাল হোসেন ও পানছড়ি কলেজের সহকারী অধ্যাপক আলী হোসেন মাহমুদ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

Exit mobile version