parbattanews

খাগড়াছড়িতে লোকনাথ বাবার শুভ আবির্ভাব উৎসব পালিত

Khagrachari Picture(02) 04-09-2016 (2) copy

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ি জেলা শহরের সিঙ্গিনালা শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমে রবিবার দিনব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ও নানা আয়োজনে পালিত হয়েছে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৮৬ তম  শুভ আবির্ভাব উৎসব।

ভোরে চণ্ডী ও গীতাপাঠের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচী শুরু হয়। সকালে বাল্যভোগ ও দুপুরে রাজভোগ নিবেদন এবং পূজা অনুষ্ঠিত হয়। বিকালে পূজা শেষে আগত শত শত পূণ্যার্থীর মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। উৎসব উপলক্ষে লোকনাথ সেবাশ্রমে মনোজ্ঞ লোকনাথ ভজন অনুষ্ঠানে শিল্পীরা ধর্মীয় সংগীত পরিবেশ করেন।

অপরদিকে জেলার মহালছড়ি উপজেলা লোকনাথ সেবক সঙ্গের উদ্যোগ, আয়োজন ও এলাকার সনাতনী ধর্ম প্রাণ নর নারীগণের অংশগ্রহণে উদযাপিত হয় উক্ত উৎসব অনুষ্ঠান। ভক্তদের মতানুসারে ত্রিকালদর্শী শিবকল্পতরু মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৮৬ তম আবির্ভাব বার্ষিকী উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মালার মধ্যে ছিল, পূজার্চণা, হোম যজ্ঞানুষ্ঠান, মহানাম যজ্ঞ বা মহোৎসব ও মহাপ্রসাদ বিতরণ ইত্যাদি নানা আয়োজন।

Exit mobile version