খাগড়াছড়িতে শতবর্ষী বটগাছ উপড়ে পড়েছে

দুলাল হোসেন,খাগড়াছড়ি:
 খাগড়াছড়ি সদরের পানখাইয়া পাড়ায় শতবর্ষী বটগাছ বৃহষ্পতিবার দুপুরে উপড়ে পড়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবসহ বিভিন্ন অনুষ্ঠান প্রতিবছর এই বটতলায় অনুষ্ঠিত হয়। পাড়াবাসীরা মনে করে শতবর্ষী এই বটগাছ তাদের গ্রামের পুরানো ঐতিহ্যের প্রতীক। মারমা উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক সাথোয়াই মারমা গ্রামের বয়োজোষ্ঠ্যদের উদ্ধৃতি দিয়ে বলেন, পানখাইয়া পাড়া গোড়াপত্তনের আগ থেকে এই বটগাছের অস্তিত্ব ছিলো।
প্রত্যক্ষদর্শী মংশী মারমা বলেন, ‘বটগাছটি যখন পড়ে যাচ্ছিলো তখন আমি পার্শ্ববর্তী চায়ের দোকানে বসে ছিলাম। তখন কোন বাতাস ছিলো না। বৃষ্টির কারণে মাটি নরম ও গাছ ভারী হয়ে যাওয়ায় গাছটি উপড়ে পড়েছে।’
শতবর্ষী বটগাছ উপড়ে পড়ে যাওয়ার খবর শুনে গ্রামের বহুলোক দেখতে আসে। তাদের মধ্যে অনেকে গাছটির ডালপালা কেটে সে সব কাঠ পার্শ্ববর্তী বৌদ্ধ মন্দিরে দিয়ে আসে। বৌদ্ধ সম্প্রদায়ের সংস্কার রয়েছে- বাড়িঘরে জ্বালানী হিসেবে বটগাছ কখনো ব্যবহার করা হয় না।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন