parbattanews

খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে অরণ্যে তারুণ্যে’র শিক্ষা সামগ্রী বিতরণ

pic-1

দুলাল হোসেন, খাগড়াছড়ি:
জেলা সদরে অবস্থিত খাগড়াছড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অরণ্যে তারুণ্য। শনিবার বেলা ১২টায় স্কুল প্রাঙ্গনে শিক্ষা সামগ্রী বিতরন কর্মসূচীতে অরণ্যে তারুন্য’র সভাপতি সাইফুদ্দিন মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ মাসুদ করিম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম, ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাইন উদ্দিন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র এটি এম রাশেদ উদ্দিন, পৌর কাউন্সিলর মো. শাহ আলম, ইসলাম উদ্দিনসহ প্রমুখ। শিক্ষা সামগ্রী বিতরন আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশ প্রধান অতিথি মাসুদ করিম জানান, যেকোন কাজ একার পক্ষে সম্ভব নয়। আর সম্মিলিতভাবে করলে কোন কাজই কঠিন নয়। তরুণ প্রজন্মকে সমাজ উন্নয়নে এক সাথে কাজ করতে হবে।

খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম বলেন, পরিবারের অভাব অনটনসহ নানা কারণে দিন দিন শিশুরা শিক্ষা প্রত্ষ্ঠিান থেকে ঝড়ে পড়ছে। আর পড়াশুনা ছেড়ে দিয়ে তারা শিশু শ্রমে জড়িয়ে পড়ছে। যদি শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষেত্রে এভাবে সবাই একটু একটু এগিয়ে আসলে অভাবী পরিবারের ছেলেমেয়েদের পড়ালেখা করতে ব্যাঘাত অনেক আংশে কমবে।

অরণ্যে তারুণ্য’র সভাপতি সাইফুদ্দিন মিঠু  সংগঠনটির সামাজিক এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
বিতরন কর্মসূচীতে ১৪০ জন শিক্ষার্থীর মাঝে ৩ দিস্তা খাতা ও দুটি করে কলম বিতরণ করা হয়।

Exit mobile version