parbattanews

খাগড়াছড়িতে শিক্ষার্থীদের সাড়ে ৩ লাখ টাকা অনুদান বিতরণ

খাগড়াছড়ি সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে কলেজ /বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী/অসহায়/প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার (২০ মার্চ) সকাল ১১টায় খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও আর্থিক অনুদান বিতরণ করা হয়।

এ সময় খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাহ আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি। সার্বিক ব্যস্থাপনায় ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম বাপ্পি এবং সভা সঞ্চালনায় ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগম।

এ উপলক্ষে মহিলা কলেজে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, নারীরা পেছনে থাকা যাবেনা। একজন নারী সবকিছুতেই পরিপক্ক হয়। নারীরা আজ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, শিক্ষা মানুষকে ক্ষুৎপিপাসা থেকে মুক্তি দেয় এবং আত্মার অকৃত্রিম আনন্দের স্বাদ দেওয়ার জন্য মানবসত্তার ঘরে নিয়ে যায়। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এদিন আলোচনা সভার পরপরে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ১০০ জন শিক্ষার্থীদের মাঝে ৩ হাজার ৫০০ টাকা করে মোট ৩ লাখ ৫০হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়।

এ সময় জেলা পরিষদে সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদের সদস্য শাহিনা আক্তার, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের প্রভাষক রুপম খীসা, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জসিম উদ্দীন, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের প্রভাষক মো. জহিরুল ইসলাম, শহর সমাজসেবা কার্যালয়ের অফিসার মো. নাজমুল আহসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।

নিউজটি ভিডিওতে দেখুন:

খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ

Exit mobile version