parbattanews

খাগড়াছড়িতে শিশুদের সঞ্চয়ী মনোভাব তৈরিতে স্কুল ব্যাংকিং কার্যক্রম

কোমলমতি  শিশুদের সঞ্চয়ী মনোভাব তৈরি করার লক্ষে খাগড়াছড়িতে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক শিক্ষা কর্মসূচি বিষয়ক স্কুল ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে খাগড়াছড়ি শহরে একটি র‌্যালি বের হয়। পরে অফিসার্স হলরুমে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। বাংলাদেশ কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবপস্থাক ধ্যানেশ্বর সেনগুপ্তের সভাপতিত্বে এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা, খাগড়াছড়ি সোনালী ব্যাংকের এজিএম প্রীতিকুসুম চাকমা ও অগ্রণী ব্যাংকের এজিএম অজয় কুমার চৌধুরী।

বক্তারা বলেন, কোমলমতি শিশুদের সঞ্চয়ী মনোভাব তৈরি করার লক্ষে স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরু করা হয়েছে। এটি সরকারের বিশেষ কর্মসূচি। যা বাংলাদেশ ব্যাংকের সকল তফসিলি ব্যাংক বাস্তবায়ন করবে।

জানা গেছে, খাগড়াছড়ির ২০১০ সাল থেকে ১হাজার ৯শ শিক্ষার্থী ও অভিভাবক যৌথনামে বিভিন্ন ব্যাংকে একাউন্ট খুলেছেন। ইতিমধ্যে এ একাউন্টে ১কোটি ১৯ লাখ টাকা জমা হয়েছে। ১৮ বছর পূর্ণ হলে শিক্ষার্থীর নামে একাউন্ট পরিচালনা করতে পারবে।

Exit mobile version