parbattanews

খাগড়াছড়িতে শিশু অধিকার বাস্তবায়নে পাবলিক একাউন্টিবিলিটি অধিবেশন

child-protection-in-khagrachari-photo-0224-11-2016-copy

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়িতে শিশু অধিকার বাস্তবায়নে পাবলিক একাউন্টিবিলিটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা শিশু একাডেমী এ অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পাবলিক একাউন্টিবিলিটি অধিবেশনে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজুরী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম কাউছার হোসেন, প্রেস ক্লাবের সভাপতি ও শিশু সংগঠক জীতেন বড়ুয়া।

বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্মল কান্তি চাকমা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিসেস ফাতেমা মেহের ইয়াসমিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাধবী বড়ুয়া, খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ  তারেক মোহাম্মদ আব্দুল হান্নান প্রমূখ।

অনুষ্ঠানে অংশগ্রহনকারী বিভিন্ন স্কুলের স্টুডেন্ট কাউন্সিলের প্রতিনিধিরা তাদের স্কুলে খেলার মাঠের অভাব, যাতায়াত সমস্যা, স্বাস্থ্য সম্মত টয়লেট ও বিশুদ্ধ পানীয় জলের অভাব, মাল্টিমিডিয়া ক্লাস রুমের অপ্রতুলতা, মাদকাসক্তি, বখাটেদের উৎপাতসহ তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের অতিথিবৃন্দ এ সব সমস্যা সমাধনে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন। মাদকাসক্তি ও বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগসহ ইভটিজিং’র অভিযোগ পেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানেরও আশ্বাস দেয়া হয়।

Exit mobile version