parbattanews

খাগড়াছড়িতে শুভ বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে

Khagrachari Pic 01 (3) copy

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে এবং হিংসা বিদ্বেষ বিভেদ পরিহার করে মানুষে মানুষে সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ঘোষণার মধ্যে দিয়ে খাগড়াছড়িতে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বৈশাখী পুর্ণিমা (বুদ্ধ পূর্ণিমা)।

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলার ৯ উপজেলার শতাধিক বৌদ্ধ বিহারে চলছে পঞ্চশীল গ্রহণ, মহাসংঘ দান, হাজার প্রদীপ দান, অষ্ট পরিস্কার দান, ভিক্ষুদের পিণ্ড দান, প্রদীপ প্রজ্জ্বলন, ধর্মদেশনা, বিশ্ব মঙ্গল কামনা করে সমাবেত প্রার্থনা ও মঙ্গল শোভাযাত্রা।  সন্ধ্যায় প্রদীপ পূজা ও উড়ানো হবে ফানুস বাতি।

Exit mobile version