parbattanews

খাগড়াছড়িতে শেখ জামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন সহযোগিতায় শেখ জামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপি খাগড়াছড়ি স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, এ সরকার খেলাধুলা বান্ধব সরকার। দেশ শুধু অর্থনৈতিকভাবে সফল নয়, দেশ এখন খেলাধুলার দিক দিয়েও অনেক সফল। ছাত্র জীবনে খেলাধুলা গুরুত্ব অপরিসীম। খেলাধুলায় যেমন শরীরের মাংস পেশি শক্ত করে তেমনি খেলাধুলায় বিনোদন দিয়ে ছাত্র-ছাত্রীদের মাদকাসক্ত হতে দূরে রাখবে বলে মনে করেন তিনি।

এছাড়া তিনি আরও বলেন, শারীরিক সুস্থতাই মানসিক বলিষ্ঠতার উপায়-উপকরণ। খেলাধুলা তাই শরীর-মন গঠনের এক অন্যতম উৎস। মানব সভ্যতা ক্রমবিবর্তনের এক অপরিহার্য দলিল। খেলাধুলার মধ্যেই মানুষ খুঁজে পায় জীবন বিকাশের উন্মুক্ত বিশালতা, জীবনসংগ্রামের দুর্জয় মনোভাব ,সাফল্য উচ্ছ্বাস ও পরাজয় গ্লানিকে মেনে নেয়ার মানসিকতা।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ,খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. নুরুল আজম প্রমুখ।

উল্লেখ্য, এ প্রতিযোগিতায় অংশ নেন খাগড়াছড়ি সদর উপজেলা,মাটিরাঙা, গুইমারা, রামগড়, মানিকছড়ি, লক্ষীছড়ি, মহালছড়ি, পানছড়ি, দীঘিনালা। জেলার মোট ৯টি উপজেলা থেকে ২১৬ জন অ্যাথলেটিকস অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Exit mobile version