parbattanews

খাগড়াছড়িতে শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রচারণা জমজমাট

ec pic 1 copy

খাগড়াছড়ি প্রতিনিধি:

আসন্ন আগামী ২৫মে খাগড়াছড়ি পার্বত্য জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের প্রার্থীদের প্রচারণাকে ঘিরে পৌর শহর এখন নির্বাচনী উৎসবে মুখরিত হয়ে উঠেছে।

শহরের পৌর বাস টার্মিনালসহ প্রত্যেকটি গলিতে প্রার্থীদের পোস্টারে ছেঁয়ে গেছে। প্রার্থীরা রাতের ঘুম হারাম করে দিনে রাতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছে। এবারের নির্বাচনে ভোটে অংশ নেবে ১১ শত শ্রমিক ভোটার। সম্প্রতি এখানে পৌর নির্বাচন ও ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে শ্রমিকরা প্রচারনার ক্ষেত্রে ওইসব নির্বাচেনকেও হার মানিয়েছে। সব মিলে এখানে নির্বাচনী প্রচারণায় জম জমাট হয়ে উঠেছে।

জানা গেছে, আগামী ২৫মে এ পার্বত্য জেলার বৃহত্তর এ শ্রমিক সংগঠনের কার্যকরী নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৩টি পদের মধ্যে ৩টি পদে বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এরা হলেন সাধারণ সম্পাদক পদে মো. মাহাবুব উল আলম, সাংগঠনিক সম্পাদক পদে মো. কামাল উদ্দিন ও দপ্তর সম্পাদক পদে মো. নাজিম উদ্দিন।

বাকি ১০টি পদে নির্বাচনী লড়ায়ে রয়েছে ৩০জন প্রার্থী। সভাপতি পদে লড়ছে ২ জন এরা হলেন, মো. আবুতাহের (ছাতা) ও মো. আব্দুল আজিম (হারিকেন) । সহ-সভাপতি পদে ৪জন এরা হলেন, হাজী নুরুল ইসলাম (চেয়ার), মো. রফিক (গোলাপ ফুল), সুনীল দেব নাথ স্বপন (চশমা) ও নকুল চন্দ্র ত্রিপুরা (বাই-সাইকেল)। যুগ্ম সম্পাদক পদে ৪ জন এরা হলেন উজ্জ্বল কান্তি দাশ (টর্চ লাইট), রতন ত্রিপুরা টেবিল ফ্যান), অরুন কুমার দে (টেলিফোন) ও জয়নাল আলী মিন্টু (দোয়াত কলম)। সহ-সম্পাদক পদে ২জন এরা হলেন, মো. ইব্রাহীম ভূইয়া (আম) ও মো. কুসুম উদ্দিন (আনারস)। কোষাধ্যক্ষ পদে ২জন মো. শহিদুল ইসলাম (তালা) ও রাজু বড়ূয়া (টেলিভিশন)। প্রচার সম্পাদক পদে ৪জন এরা হলেন, মো. আব্দুল মান্নান (হারমুনিয়াম), মো. খোরশেদ আলম (ফুটবল), নির্মল চন্দ্র বনিক(হাতি) ও মো. রমজান আলী (তেরয়াল)। কার্যনির্বাহী সদস্য পদে ১২জন এরা হলেন, মো. আনিস (বাঘ), সজল ঘোষ (পানির জগ), ইসলাম মিয়া (মাছ), মো. তাজুল ইসলাম (চাকা), নকুল চন্দ্র দেব নাথ (কলস), মো. ইমরান হোসেন (হরিণ), মো. ইলিয়াছ (পাকা), মো. আবুল কাশেম (মিনার), মো. আব্দুল মোনাফ (হাঁস), জগৎময় ত্রিপুরা (মই), মো. ইলিয়াছ (বট গাছ) ও মো. শাাহ আলম (ভেলচা) প্রতীক নিয়ে নির্বাচনীর প্রচারণায় মাঠে নেমেছে।

Exit mobile version