parbattanews

খাগড়াছড়িতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক মিনিট নিরবতা পালন

16427743_1238149079632212_5390754952197401458_n

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে আলুটিলা এলাকায় ট্রাক চাপায় দুই এসএসসি পরীক্ষার্থীসহ নিহত আটজনের স্মরণে রবিবার জেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে এক মিনিট নিরবতা পালনের কর্মসূচী পালিত হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী এ কর্মসূচী ঘোষনা করে।

এদিকে আটক ট্রাকের হেলপার মো. কামরুজ্জামান সুমনের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, শুক্রবার আলুটিলার ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে জেলা সদরের জনবল বৌদ্ধ বিহার অধ্যক্ষ চন্দ্রমনি মহাস্থবিরের দাহক্রিয়া অনুষ্ঠানের যোগ দিতে এসে একটি বেপরোয়া ট্রাকের চাপা মহালছড়ি মডেল পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের দুই এসএসসি পরীক্ষার্থী অংক্যচিং মারমা ও উচনু মারমাসহ আট ব্যক্তি প্রান হারান। এ ঘটনায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী রবিবার খাগড়াছড়ি জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক মিনিট নিরবতা পালনের কর্মসূচী ঘোষনা করেন।

Exit mobile version