parbattanews

খাগড়াছড়িতে সদর সেনা জোনের করোনা বিরোধী প্রচারণা

খাগড়াছড়ি শহরে জীবাণুনাশক পানি ছিটিয়ে করোনা বিরোধী প্রচারণা চালিয়েছে খাগড়াছড়ি সদর জোনের সেনা সদস্যরা। একই সাথে সেনাবাহিনীর সদস্যরা করোনাভাইরাস বিস্তার রোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে জনসচেতনতায় মাইকিং করেন।

সোমবার সকাল ১০টায় ২২বীর খাগড়াছড়ি সদর জোনের অ্যাডজুডেন্ট ক্যাপ্টেন আহসান হাবীব এর নেতৃত্বে শহরের মুল পয়েন্ট শাপলা চত্বর থেকে সেনাবাহিনীর সদস্যরা জীবাণুনাশক পানি ছিটানোর পাশাপাশি শহরের গুরুত্বপুর্ণ পয়েন্টগুলোতে মাইকিং করেন।

এ সময় সেনাবাহিনীর সদস্যরা বিদেশ ফেরতদের নিজ ঘরে থাকা, জনসমাগম এড়িয়ে চলা, করোনা প্রতিরোধে সরকারকে সহায়তা করা ও কোন কাজ ছাড়া ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকাসহ সামাজিক দুরত্ব বজায় রাখতে সচেতনতামুলক প্রচারণা চালানো হয়।

খাগড়াছড়ি সদর জোনের অ্যাডজুডেন্ট ক্যাপ্টেন আহসান হাবীব জানান, জনসচেতনতামুলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষকে করোনা প্রতিরোধে সেনাবাহিনীর কাজ অব্যাহত রয়েছে।

পাশপাশি গণপরিবহন এড়িয়ে চলা, মাইকিং করে সচেতনতা বৃদ্ধিসহ জোনের পক্ষ থেকে ত্রাণ বিতরণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও তিনি জানান। দেশ ও জনগণের জানমালের নিরাপত্তার পাশাপাশি যে কোন দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবে বলেও তিনি জানান।

Exit mobile version