parbattanews

খাগড়াছড়িতে সপ্তাহব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু

khag pic 2 copy

খাগড়াছড়ি প্রতিনিধি:

‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ অর্থ স্বাস্থ পুষ্টি চান, দেশী ফল বেশী খান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে শুরু হয়েছে সপ্তাহব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় খাগড়াছড়ি বন বিভাগ  ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলের সামনে বৃক্ষ মেলা প্রঙ্গনে গিয়ে শেষ হয়।

খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই সপ্তাহব্যাপি বৃক্ষ মেলার উদ্ভোধন করেন। এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মজিদ আলী, সিভিল সার্জন ডা. নিশীত নন্দী মজুমদার, বন বিভাগীয় কর্মকর্তা মো. মোমিনুর রশিদ, কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক তরুণ ভট্টাচার্য্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন এনজিও’র কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

পরে টাউন হল রুমে এক আলোচনাসভায় অনুষ্ঠিত হয়। মেলায় ২০টি স্টল বসানো হয়েছে।

Exit mobile version