খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী ত্রিপুরা সংস্কৃতি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব ‘বৈসু’ উপলক্ষে সপ্তাহব্যাপী ত্রিপুরা সংস্কৃতি   মেলার উদ্বোধন হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) সকালে খাগড়াপুরে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন উপজাতীয় শরণার্থী ও উদ্বাস্তু পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এসময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মাহমুদ সাজ্জাদ, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও পুলিশ সুপার আহমার উজ্জামানসহ উচ্চ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

মেলায় ত্রিপুরাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি বিষয়ক উপকরণ, প্রকাশনা, অলংকার, ব্যবহার্য সামগ্রী, বুননকর্ম, বাঁশ-বেতসহ নানা ধরনের হস্তশিল্প ছাড়াও খাবার-পিঠা-পায়েসের প্রদর্শনী রসধমব স্টল স্থান পাচ্ছে।

এদিকে এ উৎসবের মধ্য দিয়ে পাহাড়ি-বাঙ্গালির মধ্যে শান্তি-সম্প্রীতি ও ঐক্য আরও সু-দৃঢ় হোক এ প্রত্যাশা সকলের।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী ত্রিপুরা সংস্কৃতি মেলার উদ্বোধন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন