parbattanews

‘খাগড়াছড়িতে সরকারের আন্তরিকতাকে কাজে লাগিয়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করার তাগিদ’

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসইুপ্রু চৌধুরী অপু সরকারের আন্তরিকতাকে কাজে লাগিয়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করার তাগাদা দিয়েছেন।

রবিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির উদ্যোগে পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খাগড়াছড়ি জেলা উন্নয়ন সমন্বয় সভায় সভাপতিত্বে বক্তব্যে তিনি এ আহবান জানান।

তিনি খাগড়াছড়ির শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও কৃষি খাতের উন্নয়নকে প্রাধান্য দিয়ে সকলকে সমন্বয় করে কাজ করার আহবান জানিয়ে বলেন, পাহাড়ের মানুষের ভাগ্যন্নোয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক। সেই সুযোগকে কাজে লাগিয়ে সরকারি ও বেসরকারি দপ্তরগুলোকে সম্মিলিতভাবে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করার তাগাদা দেন তিনি।

এ সময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সিভিল সার্জন ডা. মো. ছাবের, অতিরিক্ত পুলিশ সুপার মো. এরশাদ, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম উপস্থিত ছিলেন।

এর আগে সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হস্তান্তরিত বিভাগের সংশ্লিষ্ট দপ্তরের ঊধ্বর্তন কর্মকর্তা, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা, মৎস্য ও প্রাণি সম্পদ, ক্রীড়া, দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা, সংস্কৃতি, পর্যটন, যোগাযোগ, সংস্থার সহযোগী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নসহ সকল বিভাগের কর্মকাণ্ড নিয়ে আলোচনা-পর্যালোচনা করা হয়।

Exit mobile version