parbattanews

খাগড়াছড়িতে সাংবাদিকসহ ৯ বিএনপি কর্মীকে জেল হাজতে প্রেরণ

Asad Pic-1

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে দৈনিক ভোরের ডাক জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম আসাদসহ ৯ বিএনপিকে জেল হাজতে প্রেরণ করেছে বিজ্ঞ আদালত।

মঙ্গলবার সকালে রামগড় উপজেলার আওয়ামীলীগ কর্মী মো. ফারুক আহমেদের ১যুগ আগের ঘটনা দেখিয়ে দায়েরকৃত মামলায় জামিন লাভে দৈনিক ভোরের ডাক পত্রিকার খাগড়াছড়ি জেলা প্রতিনিধি আসাদ সহ ৯ বিএনপি নেতাকর্মী খাগড়াছড়ি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরীর আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়।

জেল হাজতে প্রেরণকৃত অন্যান্যরা হল-জেলা যুবদলের সহ: কোষাধ্যক্ষ ওয়াহিদুল ইসলাম মুরাদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, জেলা যুবদলের সদস্য রিয়াদ, রামগড় পৌরসভার সাবেক কমিশনার জসিম উদ্দিন, রামগড় বিএনপি কর্মী সুজাত আলী, মো: মিলন মিয়া, মোজাম্মেল হোসেন বাবলু। উল্লেখ্য, দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম আসাদ জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার আপন ভাতিজা।

জানা যায়, মঙ্গলবার সকাল-১১টায় আদালত সড়কস্থ খাগড়াছড়ি প্রেসক্লাব চত্বরে খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া সহ বিএনপি’র ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়ি জেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত মানব বন্ধন কর্মসূচী পালন শেষে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে।
 
এদিকে, ১যুগ আগের ঘটনা দেখিয়ে রামগড় থানায় জিআর নং-১৪৪, ১৪৫ মামলায় ওয়াদুদ ভূইয়াসহ ২১নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের ও মঙ্গলবার ৯ বিএনপি নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করায় খাগড়াছড়ি জেলার রাজপথ আবারও উত্তপ্ত হয়ে পড়ছে। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ৩জুন খাগড়াছড়ি জেলা বিএনপি পুরো জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচী পালনের কর্মসূচী হাতে নিয়েছে।

Exit mobile version