parbattanews

খাগড়াছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফের মধ্যে বন্দুকযুদ্ধ: নিহত ১: এসএমজি ও এসএলআর উদ্ধার

sggd

নিজস্ব প্রতিনিধি:

খাগড়াছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ সন্ত্রাসীদের মধ্যে সংঘটিত এক বন্দুকযুদ্ধে সামরিক পোশাক পরিহিত এক ইউপিডিএফ সন্ত্রাসী মারা গেছে। এসময় একটি চাইনিজ সাব মেশিনগান ও একটি এসএলআর উদ্ধার করা হয়েছে।

পার্বত্যনিউজের মহালছড়ি সংবাদদাতা জানান, বড় ধরণের সন্ত্রাসী তৎপরতা পরিচালনার জন্য ইউপিডিএফের সন্ত্রাসীগ্রুপ বিভিন্ন অঞ্চল থেকে শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে জেলার সদর উপজেলার ভুয়াছড়ি ইউনিয়নের অনিকা মেম্বার পাড়ায় জড়ো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে সেনাবাহিনীর মহালছড়ি জোনের একটি পেট্রোল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপর গুলিবর্ষণ করে। এসময় সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে। এতে ইউপিডিএফের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ সাব মেশিনগান উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে আরো তল্লাশী চালিয়ে আরো একটি এসএলআর উদ্ধার করা হয়। সেনাবাহিনী ঘটনাস্থল ঘিরে রেখে এখনো তল্লাশী অব্যহত রেখেছে।

– বিস্তারিত আসছে

Exit mobile version