parbattanews

খাগড়াছড়িতে সেনা প্রধানের পক্ষে পাহাড়ি-বাঙালির মাঝে ঈদ উপহার বিতরণ

পবিত্র রমজান মাসের শেষ মুহূর্তেও খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে ধারাবাহিকভাবে পাহাড়ি-বাঙালাদিরে মাঝে পবত্রি ঈদ উপলক্ষে নিত্য প্রয়োজনীয় ভোগ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

তারই ধারাবাহিকতার অংশ হিসেবে শুক্রবার (২১ এপ্রিল) সকালে খাগড়াছড়ির মহালছড়ি জোনের ভূয়াছড়ি সাবজোন এলাকায় প্রায় তিন শতাধিক দুস্থ ও অসহায় পাহাড়ি-বাঙালির হাতে তুলে দেওয়া হয় সেনা প্রধানের ঈদ উপহার। এসব উপহারের মাঝে ছিল লুঙ্গি, শাড়ি, সেমাই, চিনি, কিচমিচ, দুধ, চাউল, ডাল ও তেলসহ রান্নার বিভিন্ন সামগ্রী।

এসব উপহার সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।

এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের নির্দেশনায় পবিত্র রমজান মাসে শুধু খাগড়াছড়িতে প্রায় চার হাজার দুস্থ পাহাড়ি-বাঙালিকে ঈদ উপহার দেয়া হয়েছে।

এসময় মহালছড়ি জোন কমান্ডার লে. কর্নেল শাহরিয়ার শাফকাত ভূইঁয়া ও খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো. জাহিদ হাসান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নেও অবদান রাখছে।

নিউজটি ভিডিওতে দেখুন:

Exit mobile version