parbattanews

খাগড়াছড়িতে সেলাই মেশিন ও বাদ্যযন্ত্র বিতরণ

খাগড়াছড়িতে সংসদ সদস্যের অনুকূলে বরাদ্ধকৃত গ্রামীন গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের ১ম পর্যায়’র দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর’র বাস্তবায়নে খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হারমোনিয়াম, কি-বোর্ড, বেকার যুবক-যুবতীদের মাঝে সেলাই মেশিন ও ধর্মীয় প্রতিষ্ঠানে বাদ্যযন্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ মে) সকালে জেলা শহরের কমদতলী জেলা পরিষদ রেস্ট হাউস’র হলরুমে প্রধান অতিথি ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান( প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এ সব সরঞ্জাম বিতরণ করেন।

এ সময় ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিনিধিদের মাঝে হারমোনিয়াম ও বদ্যযন্ত্র, ১৬জন বেকার যুবক-যুবতী ও ১টি ধর্মীয় প্রতিষ্ঠানে সেলাই মেশিন ও বাদকের মাঝে কি-বোর্ড বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম,জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,এ্যাডভোকেট আশুতোষ চাকমা,নিলোৎপল খীসা,সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী ও খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা প্রমুখ

নিউজটি ভিডিওতে দেখুন:

খাগড়াছড়িতে সেলাই মেশিন ও বাদ্যযন্ত্র বিতরণ

Exit mobile version