parbattanews

খাগড়াছড়িতে স্থায়ী বাসিন্দা সনদ দেওয়া নিয়ে জেলা প্রশাসকের বিরুদ্ধে বৈষম্যমুলক আচরণের অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি॥
পার্বত্য খাগড়াছড়ি জেলার বাঙ্গালীদের স্থায়ী বাসিন্দা সনদ দেওয়া নিয়ে জেলা প্রশাসকের বিরুদ্ধে বৈষম্যমুলক আচরনের অভিযোগ উঠেছে। খাগড়াছড়ি পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম জেলা আইন-শৃংখলা সভায় আজ এই অভিযোগ তুলে ধরেন। এছাড়া ও জেলা আইন শৃংখলা রক্ষায় প্রশাসনিক সমন্বয়হীনতার বিষয়টি তুলে ধরে এর দ্রুত সমাধান দাবী করেন।

জবাবে জেলা প্রশাসক জানান, পার্বত্য চুক্তি এবং পার্বত্য জেলা পরিষদ আইনের বাইরে গিয়ে কাউকে স্থায়ী বাসিন্দা সনদ দিতে তার করার কিছু নেই। তিনি পৌর মেয়রকে আইন পাঠের জন্য অনুরোধ জানান।

খাগড়াছড়ি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আজ অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি সকলকে সম্মিলিতভাবে কাজ করে আইন-শৃংখলা রক্ষার আহবান জানালেও স্থায়ী বাসিন্দা সনদ প্রদান নিয়ে কোন বক্তব্য দেননি।

এসময় জেলার সরকারী, বেসরকারী ও সুশীল সমাজের শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

 

Exit mobile version