খাগড়াছড়িতে স্বাস্থ্যকর্মীসহ দুইজন করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৭

fec-image

খাগড়াছড়িতে এক স্বাস্থ্যকর্মীসহ আরও দুইজন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭ জন। তবে জেলায় প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে খাগড়াছড়ি জেলায় করোনা ভাইরাসের বিস্তৃতি রোধে মঙ্গলবার(১৯ মে) মধ্যরাত থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত খাগড়াছড়ি জেলায় প্রবেশের উপর জেলা প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার(১৮ মে) রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে নমুনা পরীক্ষা পাওয়া ফলাফলে জেলার রামগড় হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী ও পানছড়িতে কোয়ারেন্টিনে থাকা চট্টগ্রাম ফেরত এক শ্রমিকের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এদিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে আইসোলেশন থেকে ছাড়পত্র পাওয়ার ৬ ঘন্টার মধ্যে এক যুবকের শরীরে করোনা শনাক্ত হওয়ার ঘটনায় পানছড়িতে লকডাউন হওয়া ১১ বাড়ীর সন্দেহভাজন লোক জনের নমুনা সংগ্রহ শুরু করেছে চিকিৎসকরা।

অপর দিকে দ্বিতীয় দফা সংগৃহীত নমুনার ফলাফলে পুলিশের একজন এসআইসহ তিনজনের নেগেটিভ রিপোর্ট এসেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনা, খাগড়াছড়িতে, শনাক্ত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন