parbattanews

খাগড়াছড়িতে স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

DSC00208

খাগড়াছড়ি সংবাদদাতা:
পরিমিত ও পুষ্টিকর খাদ্যগ্রহণ, নিয়মিত শরীর চর্চা ও স্বাস্থ্যসম্মত জীবন যাপনের মাধ্যমে ‎‎উচ্চ রক্তচাপ, ‎‎হ্দরোগ, ‎‎‎‎ডায়াবেটিস ও ক্যান্সারসহ বিভিন্ন রোগ প্রতিরোধ করা যায়।

বেসরকারী সংস্থা আশিক ট্রেড ইন্টারন্যাশনালের সহযোগিতায় খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগ জেলা সিভিল সার্জন কার্যালয়ে আজ দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা এসময় প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে বসবাসরত জনসাধারনকে পুষ্টিকর খাদ্য গ্রহনসহ আরো সচেতন হওয়ার পরামর্শ দেন।

জেলা সিভিল সার্জন ডা. হাসান ইমাম চৌধুরী, ডা. শহীদ তালুকদার, স্বাস্থ্য শিক্ষা বিষয়ক কর্মকর্তা ম্যামং মারমা,  আশিক ট্রেড ইন্টারন্যাশনালের সমন্বয়কারী ফোরকান আহমেদসহ আরো অনেকে এসময় বক্তব্য রাখেন।

কর্মশালায় চাকমা, মারমা, ত্রিপুরা সম্প্রদায়ের প্রত্যন্ত অঞ্চলের ৪০জন অংশ গ্রহণ করেন।

Exit mobile version