parbattanews

খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিল সম্পন্ন

সরকার রাজনৈতিকভাবে সম্পূর্ণভাব পরাজিত হয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নিজস্ব বাহিনীর উপর ভর করে ক্ষমতায় যাওয়ার ও থাকার শেষ চেষ্টা করে যাচ্ছে। খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ইফতার পাটির বানচাল করতে ১৪৪ ধারা জারির নিন্দা জানিয়ে তিনি বলেন, আগামী দিনে যে সংগ্রামে ১৪৪ ধারা মানা যাবে না, এ সংগ্রামে কোন অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। সব বাঁধা বিপত্তি উপেক্ষা করে রাজপথে সমাধান হবে।

শনিবার (৮ এপ্রিল) খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইঁয়া, কুমিল্লা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন পারভেজ, চট্টগ্রাম মহানগর সভাপতি এইচএম রাশেদ খান, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহ-সভাপতি আবু ইউছুপ চৌধুরী, ক্ষেত্র মোহন রোয়াজা, সাধারণ সম্পাদক এমএন আবছার, খাগড়াছড়ি জেলা যুবদল সভাপতি মাহবুব আলম সবুজ, খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের মো, নজরুল ইসলামসহ বিভাগীয় পর্যায়ের বিভিন্ন নেতারা।

প্রসঙ্গত, জেলা বিএনপি জেলা শহরের ৪টি স্থানে আবেদন করেও অনুমতি না পেয়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ব্যক্তি মালিকানার জায়গায় ইফতার মাহফিলের প্রস্তুতি নেয়। কিন্তু তার পাশে জাতীয় শ্রমিক লীগ পাল্টা কর্মসূচি ঘোষণা করায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় জেলা প্রশাসন কেন্দ্রীয় বাস টার্মিনাল ও তার আশ-পাশ এলাকায় আজ শনিবার ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। ফলে শনিবার ভোরে জেলা বিএনপির হুট করে স্থান পরিবর্তন করে ইফতার মাহফিল শহরের কলাবাগান এলাকায় নিয়ে আসে।

নিউজটি ভিডিওতে দেখুন:

খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় ইফতার-মাহফিল

Exit mobile version