খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত ৬

fec-image

খাগড়াছড়িতে বাস ও পুলিশের টহল গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জেলা সদরের জিরো মাইল মহালছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী দ্রুতগতিতে আসা এস আলম বাসটি সদরের মহালছড়া এলাকায় আসলে টহল থাকা পুলিশের পিকাপ গাড়িটির সামনে থেকে চাপা দেয়। এতে মোট ৬ জন পুলিশ সদস্য আহত হয়। যার মধ্যে দুজনের অবস্থা গুরুতর। সাথে চালক- সুজন চাকমাও আহত হয়েছে। তিনিও চিকিৎসাধীন। সে দীঘিনালা উপজেলার বাসিন্দা।

আহতরা হলেন মো. মিজানুর রহমান, নায়েক- ঈশ্বর চাকমা, কনস্টেবল মো. আবু ইউসুফ, কনস্টেবল তানভির হোসেন, কনস্টেবল মো. সেলিম রেজা, এরা উভয়ে খাগড়াছড়ি পুলিশ লাইনে কর্মরত রয়েছেন বলে জানা যায়। গুরুতর আহত অবস্থায় মো. আবু ইউসুফ ও মো. তানভীর হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার এসআই মো. আব্দুর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় ২ জনকে চমেকে প্রেরণ করা হয়েছে। বাকী ৩ জন পুলিশ সদস্য ও চালককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন